প্রোডাকশন আই.জি (Production I.G) একটি জাপানি অ্যানিমেশন স্টুডিও। প্রোডিউসার মিতসুহিসা ইশিকাওয়া এবং ক্যারেক্টার ডিজাইনার তাকায়ুকি গোটো ১৯৮৭ সালে আই.জি তাতসুনোকো নামে অ্যানিমেশন জায়ান্টে তাতসুনোকো প্রোডাকশন এর একটি শাখা স্টুডিও হিসাবে প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ১৯৯৩ সালের সেপ্টেম্বরে এর নাম পরিবর্তন করে প্রোডাকশন আই.জি রাখা হয়।