টিভি সিরিজ
১ এপ্রিল, ২০২৪ – ২৪ জুন, ২০২৪
৭জি নেটওয়ার্ক প্রযুক্তি চালুর পর প্রতিশ্রুত প্রযুক্তিগত উন্নতির বদলে জাপানে নেমে আসে বিশৃঙ্খলা। ভূমির প্রকৃতি বদলে যায়, আর প্রাপ্তবয়স্করা অদ্ভুতভাবে প্রাণীতে রূপান্তরিত হয়। অগানোর মতো কিছু অল্প কয়েকটি শহর টিকে থাকে, যেখানে ২১ বছরের বেশি বয়সীরা সবাই প্রাণীতে পরিণত হয়েছে। শিজুরু চিকুরা, অগানোর এক হাইস্কুল ছাত্রী, তার হারিয়ে যাওয়া বন্ধু ইয়োকা নাকাতোমিকে খুঁজে বের করার জন্য মরিয়া। একদিন সংবাদপত্রে একটি ছবি দেখে সে জানতে পারে ইয়োকা ইকেবুকুরোতে আছে। কিন্তু যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় তার কাছে যাত্রার উপায় খুবই সীমিত। ঠিক তখনই শহরের একমাত্র মানব প্রাপ্তবয়স্ক, বয়স্ক ট্রেন কন্ডাক্টর তাইরো জেনজিরো, তাকে পরিত্যক্ত ট্রেন চালানো শিখিয়ে দেয়। প্রস্তুতি শেষে যাত্রার দিন শিজুরুর কয়েকজন সহপাঠী—নাদেশিকো হোশি, রেইমি কুগা, এবং আকিরা শিনোনোমে—হঠাৎই তার সঙ্গী হয়ে যায়। একসঙ্গে তারা এই অজানা এবং বিপদসংকুল যাত্রায় পা বাড়ায়, যা তাদের অগানোর অভিজ্ঞতাকে ছাড়িয়ে এক নতুন বাস্তবতার মুখোমুখি করবে।
স্রষ্টা: আপোজিগো
পরিচালক: ফুমিহিকো সুগানুমা, সুতোমু মিজুশিমা
লেখক: মিচিকো ইয়োকোতে
ব্যাপ্তিকাল: ২৪ মিনিট (গড়ে প্রতি এপিসোড)
প্রচারকাল: ১ এপ্রিল, ২০২৪ – ২৪ জুন, ২০২৪
সিজন: স্প্রিং ২০২৪
প্রযোজনা: EMT Squared
রেটিং: TV-14
আইএমডিবি রেটিং: 7.0
মোট এপিসোড: ১২টি
অবস্থা: শেষ
ডোরোহেডোরো অ্যানিমের প্রথম সিজনের পাঁচ বছর পর, সিরিজটির প্রত্যাশিত সিক্যুয়েলের ঘোষণা দেওয়া…
অ্যানিমে অ্যাডাপ্টেশন পেতে যাচ্ছে "দ্য ওয়াটার ম্যাজিশিয়ান" লাইট নভেল সিরিজ। ২০২৫ সালের…
অ্যানিমেটর আইসাকু ইনোয়ে গত ৮ জানুয়ারি ২০২৫-এ তাঁর ফেসবুকে ঘোষণা করেন যে…
Sign in to your account