সোলো লেভেলিং (সিজন ১)

ইংরেজি নাম: Solo Leveling
জাপানি নাম: 俺だけレベルアップな件 (Ore dake Reberuappu na Ken)
বিকল্প নাম: Only I Level Up

ওবি স্কোর: 80.0%

(3টি রিভিউ)


টিভি সিরিজ


৭ জানুয়ারী, ২০২৪ - ৩১ মার্চ, ২০২৪

সিরিজের তথ্য

প্রতিভাধর শিকারী এবং দানবদের জগতে, এক দুর্বল শিকারী সুং জিনউ একটি রহস্যময় প্রোগ্রামের মাধ্যমে অসাধারণ ক্ষমতা অর্জন করে শক্তিশালী শিকারীদের একজন হয়ে উঠে।

স্রষ্টা:

ব্যাপ্তিকাল: ২৩ মিনিট (গড়ে প্রতি এপিসোড)

প্রচারকাল: ৭ জানুয়ারী, ২০২৪ - ৩১ মার্চ, ২০২৪

প্রযোজনা:

পরিবেশক: , , , , ,

রেটিং: TV-14

আইএমডিবি রেটিং: 8.6

মোট এপিসোড: ১২টি

অবস্থা: শেষ

রিভিউ এবং রেটিং

3টি রিভিউ
রিভিউ লিখুন (সাবমিট করার পর আর এডিট করতে পারবেন না)
Panda Habib
Panda Habib

ফার্স্টে  এমন একটি ওয়ার্ল্ড দেখানো হয় যেখানে ব্লু কালারের গেট দেখা যায় যেটার মাধ্যমে অন্য একটি অল্টারনেট ওয়ার্ল্ডে নিয়ে যায় যেখানে মনস্টার এক্সিস্ট করে, আর এইসব মনস্টারদের মারার কাজ করে হান্টার্সরা।বেসিক্যালি গেট এপেয়ার হওয়ার ৭ দিন পর গেট ব্রেক এর ফেনোমিয় হয় যেটার কারণে ভেতরে থাকা মনস্টার আমাদের ওয়ার্ল্ডে চলে আসে এন্ড এমন টা যেন নাহয় সে জন্য হান্টার্সরা তাদের মারার জন্য ভেতরে যায়। কিন্তু প্রতিটা গেটের ভেতরে একটা করে বস মনস্টার থাকে এন্ড বস মনস্টারকে মারার পর ওই গেটতা অফ হয়ে যায়। অলসো এই ব্লু কালারের গেট যেকোনো টাইমে যেকোনো সময় ওপেন হতে পারে এন্ড প্রতিটা গেট এবং হান্টার্সদের জন্য রাঙ্ক ও লেভেল নির্ধারণ করা থাকে। যেমন ই রাঙ্ক সব চেয়ে উইক এন্ড এস, এস প্লাস প্লাস … এগুলো সব চেয়ে স্ট্রং।
স্টোরি :-সেকেন্ডলি যেই জিনিসটা এই এনিমি কে এপিক করে তুলেছে সেটা হলো স্টোরি। এই সিরিজের এমসি হলো সাং জিন ও, সাং জিন ও এই ওয়ার্ল্ড এর সব চেয়ে ফেমাস হান্টার কারণ সে এই ওয়ার্ল্ডের সব চেয়ে উইকেস্ট হান্টার। জিন ও এতটাই উইক যে ই লেভেল  এর গেট থেকেও অনেক ইনজুরি নিয়ে ব্যাক করতে হয়। স্টোরি স্টার্ট হয় কিছু হান্টার্স ডি লেভেলের গেটে ঢুকে যেখানে আমদের এমসিও যায় , আগেই বলে রাখি এখানে বিভিন্ন টাইপের হান্টার্স থাকে কেউ হিলার হিসাবে কাজ করে আবার কেও ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে। সো সবাই ডি লেভেলের গেটটি সাকসেসফুল ভাবে ক্লিয়ার  করে এন্ড দেন তারা এই গেটের ভেতরে অন্য আরেকটি গেট খুঁজে পায় তারা কিছু  না ভেবেই সেই গেটে ঢুকে পরে এন্ড এখান থেকেই হরর পার্ট স্টার্ট হয়। তারা এমন একটি রুমে গিয়ে পৌঁছায় যেখানে গড লেভেলের পাওয়ারফুল মনস্টার বসে থাকে এন্ড এই মনস্টার সবাই কে দিয়ে ডিফডারেন্ট ডিফডারেন্ট কাজ করায় এন্ড ওখানে যারাই বেচে থাকে সবাই সাং জিও বুদ্ধির কারণে। এন্ড সবার লাস্টে এমসি একমাত্র যে ওইরুম এর ভেতরে আটকা পড়ে যায়, মরার ঠিক ল্যাস মোমেন্টে সেই পাওয়ারফুল গড তাঁকে সলোলেভলিং এর পাওয়ার গিফট করে। পরেরদিন সাং জিনও চোখ খুলে দেখে সে হসপিটালে এন্ড তার সামনে একটা স্ক্রীন এন্ড ধীরে ধীরে সে বুঝতে পারে সে লেভেল আপ করার পাওয়ার পেয়ে গেছে স্ক্রিনে দেওয়া  টাস্ক গুলো কমপ্লিট করলে তার স্ট্রেন্ট, স্ট্যামিনা , ফিজিক্যাল পাওয়ার বেড়ে যাবে। 
ক্যারেক্টারস:-স্টার্টিং আমরা কিছু এস রাঙ্ক হান্টার্স দেখতে পাই যারা খুবই পাওয়ারফুল এন্ড এর পরে আমাদের এমসি লেভেল আপ করে অনেক পাওয়ারফুল হয়ে যায়। আরো পাওয়ারফুল ক্যারেক্টার দেখার জন্য সিজন টু পর্যন্ত ওয়েট করতে হবে আর যদি ওয়েট করতে না পারেন তাহলে মানহুআ পরে ফেলতে হবে 😎
অ্যাকশন সিন :- সবার লাস্টে আসে অ্যাকশন সিন ,অ্যাকশন সিন এর  কথা বলতে গেলে এখন পর্যন্ত এটার অ্যানিমেশন দেখে আমি স্যাটিসফাই যেখানে ব্রুটাল এন্ড ব্লাড টাইপ এর সিন গুলা খুবই ভালো ভাবে এনিমেটেড করতে পারছে। আমার মাসে পার্সোনালি সলোলেভলিং ২০২৪ এর টপ ফাইভ এনিমির মধ্যে থাকবে বলে মনে হয়।🩵🩵

Astaria's Silver Screen
Astaria's Silver Screen

"If the pain doesn't k i l l me, it will only make me Stronger." ---- Sung Jin-woo, Shadow Monarch 🔥

Winter 2024 সিজনের সবচেয়ে আলোচিত ও হাইপ তোলা সিরিজটি ছিলো "Solo Leveling" অ্যানিমেটি। এই সিরিজটি শুরু হবার আগেই যেভাবে সকলের attention grab করেছে সেটা ছিলো একেবারেই ইমপ্রেসিভ! এর Manhwa-টা অত্যন্ত জনপ্রিয় হবার কারনেই এতোটা মুখিয়ে ছিলো সকলে এই সিরিজটির প্রতি। কিন্তু সব শেষে সবার একটাই প্রশ্ন যে অভার অল সিরিজটি কেমন? আমি যদিও manhwa পড়িনি তাই বলতে পারছিনা যে adaptation-টা কতটা জাস্টিস করতে পেরেছে manhwa-টার প্রতি। তবে আমার কাছে এই সিজনের সেরা অ্যানিমে গুলোর একটি অবশ্যই প্রচন্ড এক্সাইটমেন্ট ও adrenaline rush-এ ভরপুর Solo Leveling সিরিজটি!!🔥


🔥সিরিজ রিভিউ: 
"Solo Leveling" অ্যানিমেটা যেই দিক দিয়ে এই আমাকে একেবারেই আশাহত করেনি সেটা হলো এর MIND BLOWING ACTION!! আমি এতোটা Entertained হয়েছি এই সিরিজটির প্রথম থেকে শেষ পর্যন্ত যে বলার বাহিরে। অ্যাকশনের পাশাপাশি সিরিজের কাহিনীটিও সুন্দর তবে এই সিজনে কাহিনীর ভূমিকা তেমন একটা নেই। মূলত World Building ও Power system-টাতেই ফোকাস করা হয়েছে। তবে মাঝেমধ্যে হালকা একটা টাচ দেয়া হয়েছে যে প্লটে নানা ষড়যন্ত্র, পলিটিক্স ও রহস্য ধীরে ধীরে বিল্ড হচ্ছে। আমার মনে হয়েছে পরবর্তী সিজন গুলোয় আমরা plot heavy episodes পাবো বেশি করে যেমনটা এই প্রথম সিজনে action ও entertainment heavy রাখা হয়েছে প্রতিটা পর্ব। প্রথম সিজন দেখে যা বুঝলাম যে এই সিরিজের Manhwa-টা এর B A D A S S protagonist Sung Jin-woo ও মারাত্মক টেনশনে ভরপুর অ্যাকশন সিকুয়েন্সের কারনেই এতো জনপ্রিয় হয়েছে। সিরিজের বেলাতেও একই ঘটনা ঘটেছে। তবে আমার এই নিয়ে কোনো অভিযোগ নেই কারন স্টোরি যা এবং যতটা দেখিয়েছে ততটা যথেষ্ট ছিলো আমার এই সিরিজের প্রতি invested হতে! আর কাহিনী যতটুকু দেখানো হয়েছে ততটুকুই খুবই চমৎকার ও পরিষ্কার ভাবে সাজানো হয়েছে। তাদের world এ Hunters, Dungeon, Raid Mission, Hunters association, Hunter Ranking সহ যত গুলো নতুন কনসেপ্ট ছিলো সব কিছু একদম পারফেক্টলি কম ন্যারেটিভের মাঝেই স্থাপন করা হয়েছে। তবে Jin-woo কেন ও ঠিক কিভাবে লেভেল আপ করছে সেটা এখনো সেভাবে খোলাসা করা হয়নি। এই বিষয়টাকে একটি রহস্যময় ভাইব দেয়া হয়েছে দর্শকদের ইন্টারেস্ট দ্বিগুণ করার জন্যই। 


🔥প্রধান চরিত্রের রিপ্রেজেন্টেশন ও‌ সাইড কাস্টের ভূমিকা: 

প্রধান চরিত্র হিসেবে Sung Jin-woo পুরোই Outstanding! তার জন্য মন খুলে Cheer ও root করতে মন চেয়েছে প্রতিটা ফাইটে। তার NO MERCY Attitude-টা বিশেষ ভাবে আমাকে আরো বেশি মুগ্ধ করেছে তার প্রতি। শুধু ফিজিক্যালি না, Jin-woo-কে ওভার অল আমার অসম্ভব ইন্টেলিজেন্টও মনে হয়েছে। সে যেভাবে প্রতিটা ফাইটে calculate করে করে এক একটা মুভ ব্যবহার করে সেটার কারনে তার প্রতি automatic একটা likeability কাজ করেছে। এছাড়া তার ক্যারেক্টার ডেভেলপমেন্টের জার্নিটা অনেক INSPIRING কারন সে weakest থেকে strongest হয়েছে নিজের never give up spirit এর জোরেই!! আর হার না মানার তার মোটিভেশনটাও খুবই রিয়ালিস্টিক ভাবে তুলে ধরা হয়েছে। প্রথমদিকে বেচারা যেই লেভেলের weak ছিলো সেটা দেখে তার জন্য বেশ মায়াই লাগছিলো তবে এরপর লেভেল আপ করার কারনে তার যেই Glow-up হলো ভাইরে ভাই তা ছিলো পুরোই মাথা নষ্ট! আর তার এই লেভেল আপ করা ও নিজেকে strong করার ঘটনা গুলো কখনোই rushed বা illogical মনে হয়নি আমার কাছে। আর অনেক সময় Jin-woo-র পাওয়ারসের পটেনশিয়াল দেখে অনেক মুহুর্তেই গা শিউরে উঠে আর সেই গুলো ছিলো সবচেয়ে চমৎকার মুহূর্তের কয়েকটি! 

Sung Jin-woo ছাড়া সাইড কাস্টের বাকিদের মাঝে আমার Yoo Jin-Ho-কে খুব ভালো লেগেছে। তার সাথে Jin-woo এর Dungeon Raid গুলো দেখে বেশ মজা পেয়েছি। তবে আলাদা করে অন্য কোনো চরিত্রের ভূমিকা ততটা গভীরভাবে এই সিজনে দেখা যায়নি‌। বেশ কয়েকজন S Rank Hunters-দের মাঝে মাঝে দেখা যায় যাদের মাঝে Cha Hae-In, Choi Jong-In ও Baek Yoon-Ho বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু তাদেরকে অত বিস্তারিত ভাবে দেখানো হয়নি। যতটুকু না দেখালেই না ততটুকুই তাদের উদ্দেশ্য ও চরিত্র সম্পর্কে ধারনা দাওয়া হয়েছে। 


🔥Animation, Sound & Technical Aspects: 

এই সিরিজের true shinning point হলো এর MARVELOUS ANIMATION! অ্যাকশন সিন গুলোর এক একটা ফ্রেম এতো ফাটাফাটি ছিলো যে আপনি পুরোই incaptivated হয়ে যাবেন। আর সবচেয়ে exceptional যেই বিষয়টি লেগেছে অ্যানিমেশনের ক্ষেত্রে সেটা হলো Manhwa-এর drawing-টাকে তারা life দিয়েছে একদম flawlessly! আপনি দেখার সময়ই টের পাবেন যে অ্যাকশনের দৃশ্য গুলোয় একটি undeniable Manhwa vibe আছে যে গুলো এই সিরিজটিকে একটি শক্ত অ্যাকশন-ফ্যান্টাসি সিরিজ হিসেবে স্থাপন করতে সাহায্য করেছে। কালার গ্রেডিংটাও একদম মারাত্মক ছিলো আর যেভাবে BRILLIANTLY SOUND EFFECTS ব্যবহার করে gut wrenching tension তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ মুহূর্ত গুলোয় সেটা সত্যিই অতুলনীয়! কিছু কিছু মুহূর্তে ভিলেনদের unbeatable powers দেখে যেভাবে আতংক কাজ করেছে তা ফ্যান্টাস্টিক ছিলো আর তার পরক্ষণেই Sung Jin-woo-কে তাদের সামনে আরো ডেডলি way-তে উপস্থাপন করার কারনে গলা ফাটিয়ে তার জন্য চিয়ার করতে বাধ্য হয়েছি!! মাঝে মাঝে অ্যানিমেশনের মাধ্যমে Jin-woo এর চোখে রূপালি একটা glow ব্যবহার করা হয়েছে তাকে আরো B A D A S S হিসেবে স্থাপন করতে আর সেই মুহূর্ত গুলোয় হাত তালি দিতে যেমন মন চাইবে তেমন করে গাঁয়ে কাটাও দিয়ে উঠবে! তার পাওয়ার পটেনশিয়াল দেখে আসলেই মাঝে মাঝে একটা ভয় কাজ করে কারন তার শক্তি গুলো ঘিরে এখনো অনেক রহস্য! সিরিজের আর্ট ডিজাইন থেকে শুরু করে প্রতিটা টেকনিকাল অ্যাসপেক্ট ছিলো flawless। A-1 pictures অনেক মেহনত করে অ্যানিমেশনের কাজ করেছে Manhwa-র epic art গুলোকে প্রাণ দিতে সেটা হাড়ে হাড়েই টের পেয়েছি। ভা/য়ো/লে/ন্স ও গোরের ব্যবহারও ছিলো মানানসই। Opening ও Ending থিম সং দুটোই মোটামুটি ভালো তবে আরো‌ বেটার হতে পারতো। 

🔥শেষকথা: 

সব মিলিয়ে "Solo Leveling" অ্যানিমেটা একটি unique ও absolutely entertaining অ্যাকশন ফ্যান্টাসি সিরিজ। আর অবশ্যই এই Winter 2024 সিজনের অন্যতম উল্লেখযোগ্য ও সেরা অ্যানিমে গুলোর একটি‌! অনেকেই হয়তো এই সিরিজটির জনপ্রিয়তা দেখে এটাকে overhyped এর ট্যাগ পড়িয়ে দিবেন। তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে একটি জিনিস হাইপ তুললেই সেটা overhyped বা Mid হয়ে যায় না। এটা একটি জনপ্রিয় Manhwa এর adaptation তাই হাইপ উঠেছিল সিরিজ মুক্তির আগেই। আর এটার অ্যানিমেটা আমার কাছে যথেষ্ট ভালো একটি অ্যাকশন ফ্যান্টাসি বলে মনে হয়েছে যে কারনে এর জনপ্রিয়তা জাস্টিফাইড। আমি বলছি না যে এই সিরিজটি একটি masterpiece তবে এটাতে পছন্দ করার মতো ও বিশেষ করে thoroughly enjoy করার জন্য অনেক অনেক কনটেন্ট আছে! আর কিছু না হোক, এই সিরিজের মারাত্মক adrenaline rush ও highly entertaining action ও animation-এর জন্য হলেও এটা এই হাইপটা ডিজার্ভ করে, আমার অন্ততঃ তাই মনে হয়েছে। সিরিজের Manhwa fanbase কতটা স্যাটিসফাইড আমি জানি না তবে আমি শুধুই অ্যানিমেটা জাজ করেই আমার personal experience এর উপর রিভিউটি লিখেছি। তবে হ্যাঁ এই সিরিজে প্লটের আরো অনেক প্রয়োজন আছে যা হয়তো সামনে দেখা যাবে। এছাড়া এই সিরিজের প্রতি আমার কোনোই অভিযোগ নেই। আমি হাইলি engaged ছিলাম প্রতিটা পর্বেই এবং আমি বেশ এনজয় করেছি পুরোটা সিরিজ! এখন অপেক্ষা শুধুই পরবর্তী সিজন গুলোর কারন অনেক কিছু জানা ও বোঝা বাকি‌। সামনে কাহিনী আরো গভীর ও দারুন হবে এমনটাই আভাস পেয়েছি আমি তাই I am looking forward to it! যারা দেখেছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যারা এতোদিন সিজনটা শেষ হবার অপেক্ষায় ছিলেন তারা জলদিই দেখে ফেলুন! আমার বিশ্বাস এই সিরিজের এন্টারটেইনমেন্ট ভ্যালুটা এতো বেশি হাই যে যেকোনো জনরা লাভার এই সিরিজটি সহজেই উপভোগ করতে পারবে!

পৌলোমী রায়
পৌলোমী রায়

প্রথমত এই এনিমে এর ক্যারেক্টারদের খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে, আপনি যদি Manhwa (সাউথ কোরিয়ান কমিক্স) টা পড়ে থাকেন তাহলে বেশি একটা ডিফারেন্স পাবেন না যেটা সবথেকে ভালো একটা দিক। ফেইস, হাইট, ওয়েইট; সবকিছুই যথাযথ ম্যাচ করা হয়েছে।

অ্যানিমেশন নিয়ে বলার কিছু নেই। A-1 Picture থেকে যেমনটা আশা করেছিলাম মোটামুটি তেমনটাই পেয়েছি, যথেষ্ট ভালো ভাবে তারা করতে চেষ্টা করেছে এবং অ্যানিমেতে ক্যারেক্টার দের নাম ঠিক ওটাই রাখা হয়েছে যেটা Manhwa তে ছিলো যেমন, "Sung Jin-ho"

এই অ্যানিমেতে অনেক গুরুত্বপূর্ণ ক্যারেক্টারদের খুব দ্রুতই দেখিয়ে দেওয়া হয় অর্থাৎ প্রথম এপিসোড এ যে সকল ক্যারেক্টারদের দেখানো হয় সেগুলোকে Manhwa তে আমরা অনেক পরে দেখতে পাই, পাশাপাশি অনেক এক্সট্রা দেখানো হয় যেগুলো Manhwa তে ছিল না। বলতে পারেন প্রথম এপিসোডে ক্যারেক্টার ডেভেলপ বা বিল্ড করা হয়েছে। সোলো লেভেলিং-এর স্টোরি খুব দ্রুত আগে-বারে, পাশাপাশি অনেক বড়।

সোলো লেভেলিং এরমধ্যে কমেডি রোম্যান্স খুবই কম। বাকি এক্সসাইটমেন্টে ভরপুর যেন আপনি দেখতেই থাকবেন ছাড়তে পারবেন না। পুরো Anime জুড়ে অ্যাকশন আর মিস্ট্রি এই দুইটা উপভোগ করবেন। মাঝে-মাঝে আপনি পরিপূর্ণ থ্রিলড হয়ে যাবেন। 

আমার কাছে মূল স্টোরি চলার পাশাপাশি সাইড হিস্টোরিও দেখানো হয়েছে যেটা মাঝেমধ্যে বিরক্তিকর হয়ে দাঁড়ায় কিন্তু অন্যান্য ক্যারেক্টারদের সাথে কানেক্টেড হওয়ার জন্য এটা জরুরী ছিলো তবে এত বেশি না গেলেও পারতো।

ট্রেইলার

সংবাদ এবং ব্লগ

আবারও ১ মাসের বিরতিতে যাচ্ছে ডানডাডান মাঙ্গা

ডানডাডান (DAN DA DAN) মাঙ্গার ১৮২তম চ্যাপ্টার প্রকাশের পর মাঙ্গাটি ১ মাসের…

এসকে৮ দ্য ইনফিনিটি এক্সট্রা পার্ট-এর মেইন ট্রেইলার প্রকাশ!

স্কেইটবোর্ডিং স্পোর্টস জনরার জনপ্রিয় অরিজিনাল অ্যানিমে "এসকে৮ দ্য ইনফিনিটি" এর ওভিএ এসকে৮…

সাকামোতো ডেইজ: অ্যানিমে যখন মাঙ্গার চেয়েও বেটার!

অবশেষে এসে গেছে "সাকামোতো ডেইজ" অ্যানিমে। এক যুগের অপেক্ষার পর অবশেষে ইউতো…

Ad image