প্যারোট অ্যানালিটিক্স (Parrot Analytics) এর বিশ্লেষণ মতে মাই হিরো অ্যাকাডেমিয়া (My Hero Academia) সিজন ৭ ছিল ২০২৪ সালের সবচেয়ে চাহিদাসম্পন্ন অ্যানিমে। সোলো লেভেলিং, ডেমন স্লেয়ার, ওয়ান পিস, ফ্রিরেন-এর মতো প্রতিযোগীদের হারিয়ে এই স্বীকৃতি অর্জন করে নিয়েছে তারা।
Parrot Analytics টিভি সিরিজের তথ্য সংগ্রহ করেছে ১ জানুয়ারি, ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত। কেবলমাত্র সেই সিরিজগুলো বিবেচিত হয়েছে, যেগুলো ২০২৪ সালে প্রথম মুক্তি পেয়েছে। নতুন সিজনও বিবেচিত হবে।
Parrot Analytics জনপ্রিয়তা নির্ধারণ করে বিভিন্ন তথ্যসূত্রের ভিত্তিতে, যেমন ভিডিও স্ট্রিমিং ও ডাউনলোড, সার্চ ইঞ্জিন, উইকি ও ইনফরমেশনাল সাইট, ফ্যান ও ক্রিটিকদের রেটিং সাইট, সোশ্যাল ভিডিও প্ল্যাটফর্ম, ব্লগ ও মাইক্রো-ব্লগিং সাইট, সোশ্যাল মিডিয়া, পিয়ার-টু-পিয়ার অ্যাপ ও ওপেন স্ট্রিমিং প্ল্যাটফর্ম। পাশাপাশি, ব্যবহারকারীদের গবেষণা কার্যক্রম (যেমন কোনো শো সম্পর্কে পড়া বা সিনেমা নিয়ে লেখা) ও এসব কাজ সম্পাদনে সময় ও প্রচেষ্টার হিসাবও অন্তর্ভুক্ত থাকে।

এর আগে ২০২০ সালেও মাই হিরো অ্যাকাডেমিয়া সবচেয়ে চাহিদাসম্পন্ন অ্যানিমের স্বীকৃতি পেয়েছিল। ২০২১ এবং ২০২২ এ পায় অ্যাটাক অন টাইটান, ২০২৩ এ পায় জুজুৎসু কাইসেন।
এবছরের শেষের দিকে মাই হিরো অ্যাকাডেমিয়া অষ্টম এবং শেষ সিজন নিয়ে আসবে।
সুত্র: Parrot Analytics