ডোরোহেডোরো অ্যানিমের প্রথম সিজনের পাঁচ বছর পর, সিরিজটির প্রত্যাশিত সিক্যুয়েলের ঘোষণা দেওয়া হয়েছে। এবছর অর্থাৎ ২০২৫ সালেই মুক্তি পাবে দ্বিতীয় সিজন। সিক্যুয়েলটি অ্যানিমেট করছে MAPPA, প্রথম সিজনের মতো। এবং পরিচালক হিসেবে ইউইচিরো হায়াশির ফিরে আসার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
কিউ হায়াশিদার জনপ্রিয় মাঙ্গার উপর ভিত্তি করে তৈরি ডোরোহেডোরো অ্যানিমে। প্রথম সিজনটির প্রিমিয়ার ২০২০ সালের জানুয়ারিতে।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট