ডান ডা ডান (DAN DA DAN) অ্যানিমের প্রথম ট্রেইলার প্রকাশ। চলতি সপ্তাহে প্রথম সিজনের সম্প্রচারিত শেষ পর্বের পর সিক্যুয়েলের ঘোষণা করা হয়। দ্বিতীয় সিজন ২০২৫ সালের জুলাই মাসে প্রিমিয়ার হবে।
স্টুডিও সায়েন্স সারু অ্যানিমেট করছে সিরিজটি, যেখানে ডিরেক্টর হিসাবে থাকবে ফুগা ইয়ামাশিরো। হিরোশি সেকো সিরিজের কম্পোজিশনের দায়িত্বে রয়েছেন এবং নাওয়ুকি ওন্ডা ক্যারেক্টার ডিজাইনার হিসেবে কাজ করছেন। অ্যানিমেটি ক্রাঞ্চিরোল এবং নেটফ্লিক্সে দেখা যাবে।
ইউকিনোবু তাতসু এর সৃষ্টি ডান ডা ডান মাঙ্গাটি ২০২১ সালে শুয়েইশার শোনেন জাম্প+ ম্যাগাজিনে সিরিয়ালাইজেশন শুরু হয়।
সুত্র: Jump Festa ’25