আগামি বছর অর্থাৎ ২০২৫ এ আসছে বহুল প্রতিক্ষিত “ওয়ান-পাঞ্চ ম্যান (One-Punch Man)” অ্যানিমের তৃতীয় সিজন। এর পাশাপাশি ১০ম বার্ষিকী উপলক্ষে একটি নতুন ভিজ্যুয়াল এবং ট্রেইলার প্রকাশিত হয়েছে।
নতুন সিজনটি অ্যানিমেট করবে স্টুডিও জে.সি. স্টাফ, যারা এর আগে অ্যানিমের ২য় সিজনও অ্যানিমেট করেছিল। যদিও প্রথম সিজনটি অ্যানিমেট করেছিলো ম্যাডহাউজ।
ONE এর ওয়ান-পাঞ্চ ম্যান মূলত ২০০৯ সালে ওয়েবকমিক হিসাবে প্রকাশিত হয়েছিল। ইউসুকে মুরাতার একটি ডিজিটাল মাঙ্গা রিমেক ২০১২ সালের জুনে শুয়েশার টোনারি নো ইয়ং জাম্প ওয়েবসাইটে শুরু হয়েছিল।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট