ওটাকু বাংলা ওয়েব সাইটে ঢুকেই এটাকে অ্যানিমে নিউজ সাইট মনে হলেও এটা কিন্তু বেসিক্যালি অ্যানিমে সিরিজ/মুভি রিভিউ, ডিসকাশন পোস্টিং, ডেটাবেস, ডিরেক্টরি ইত্যাদি সাইট। আপনি বিভিন্ন অ্যানিমের জন্য আলাদা-আলাদা পেইজে গিয়ে ওটার রিভিউ এবং রেটিং দিতে পারবেন, আবার ডিসকাশনও করতে পারবেন। একাউন্ট তৈরি করেও করতে পারবেন, না করেও। যদিও আমরা বলবো একাউন্ট তৈরি করে দেওয়াই বেটার। একটা MyAnimeList.net ভাইব পাবেন (বেটার বাট মিনিমাল ইউআই 😜)।
আমাদের ডেটাবেজে থাকা অ্যানিমে সিরিজ অথবা মুভির লিস্ট পাবেন আলাদা ভাবে। সার্চ করে নিতে পারবেন সহজেই, ইংরেজি বা বাংলা কিংবা জাপানিক (:p) সবভাবেই সার্চ করলে লাইভ রেজাল্ট পেয়ে যাবেন। আমরা প্রতিনিয়ত লিস্ট আপডেট করে যাচ্ছি, যদি কোনো অ্যানিমে আমাদের ডেটাবেজে না থাকে তাহলে আপনি এখান থেকে রিকোয়েস্ট করতে পারবেন অ্যাড করার জন্য, আমাদের টিম দ্রুত সময়ের মধ্যে অ্যাড করে দিবে, এবং আপনার মেইলে জানিয়ে দেয়া হবে।
আপনার কাঙ্খিত অ্যানিমে পাবার পর রিভিউ আর রেটিং দেয়া শুরু করে দিন। তবে আমি বলবো সহজে একটা একাউন্ট তৈরি করে নিন এখান থেকে। একাউন্ট খুললে আপনার সব রিভিউ এক জায়গায় পাবেন আবার আরেকটা সুবিধা হলো আপনি নিজের ওয়াচলিস্টও তৈরি করতে পারবেন।
⚠️: আমরা রিভিউ সাবমিট করার পর সেটা এডিট করতে দিই না, এবং একাধিক রিভিউ সাবমিট করতে দিই না, তবে সেই রিভিউয়ের কমেন্ট সহজেই রিভিউ এর আপডেট দিতে পারবেন। যদি একান্তই কোনো রিভিউ এডিট, ডিলিট বা আপডেট করতে চান তাহলে info@otakubangla.com এ ইমেইল করে দিন।