২০২৫ সালে মুক্তি পেতে যাওয়া কামিতসুবাকি সিটি আন্ডার কনস্ট্রাকশন অ্যানিমের দ্বিতীয় ভিজ্যুয়াল প্রকাশিত হয়েছে। পাশাপাশি, ক্যারেক্টারগুলোর ভয়েসস্বর সম্বলিত একটি প্রোমো ট্রেলারও প্রকাশ করা হয়েছে।
কোদাই কাকিমোতো এই অ্যানিমের ডিরেকশন ও কম্পোজিশনের দায়িত্বে আছেন। সোকি সুকিশিমা মূল কাহিনী তৈরির দায়িত্বে আছেন। ক্যারেক্টার ডিজাইন করবেন পালাও (PALOW)। অ্যানিমের।
অ্যানিমেটি কামিতসুবাকি স্টুডিও (KAMITSUBAKI STUDIO) এর ডেভেলপ করা একটি মৌলিক প্রোজেক্টের উপর ভিত্তি করে তৈরি।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট