চেইনসো ম্যান গত বছর অ্যানিমে জগৎ এর একটি বিশাল পাওয়ার বম্ব হিসেবে আগত হয়। মাঙ্গা-র জনপ্রিয়তার জন্য সুপরিচিত থাকলেও প্রথম সিজনই সকলের মাঝে হাইপ তৈরি করতে সক্ষম হয়।
অ্যানিমেটির প্রথম সিজনের সমাপ্তি ঘটে ২০২২ এ একটি পোস্ট ক্রেডিট সিন দিয়ে, যেখানে একটি নতুন চরিত্র এর সাথে পরিচিত করানো হয় দর্শকদের। তখন থেকেই সকলে দ্বিতীয় সিজনের মুক্তির অধীর অপেক্ষায় রয়ে গেছে। তবে দীর্ঘ অপেক্ষা শেষে আবারও এর উপস্থিতি পাওয়া যাবে নতুন বছর ২০২৪ এ।
গত ১৭ ডিসেম্বর, ২০২৩ এ অনুষ্ঠিত হয় জাম্প ফেস্টা ২০২৪ তে চেইনসো ম্যান স্পেশাল স্টেজে অফিশিয়ালভাবে ঘোষণা করা হয় চেইনসো ম্যান সিরিজটির নতুন মুভি- “চেইনসো ম্যান – দ্য মুভি রেজে আর্ক” এর। একটি টিজার ট্রেইলার এবং ফিল্ম এর ভিজুয়াল প্রকাশের মাধ্যমে এর রিলিজ হবার সংবাদটি ঘোষণা করে তারা।
প্রোডাকশন কম্পানী হিসেবে এবারও থাকছে “মাপা স্টুডিও”। তবে ঘোষণাকালীন স্টেজে কোনো রিলিজ ডেট এবং কোনো প্রকার অতিরিক্ত তথ্য জানানো হয়নি।
সংবাদটি তারা টুইটার পেইজেও প্রকাশ করে দেয় জাম্প ফেস্টা স্টেজে প্রকাশ করার পর পরই।
সুত্র: জাম্প ফেস্টা ২০২৪, টুইটার (বর্তমান এক্স)