আকামে গা কিল!

ইংরেজি নাম: Akame ga Kill!
জাপানি নাম: アカメが斬る! (Akame ga Kiru!)

ওবি স্কোর: 80.0%

(2টি রিভিউ)


টিভি সিরিজ


৭ জুলাই, ২০১৪ - ১৫ ডিসেম্বর, ২০১৪

সিরিজের তথ্য

তাতসুমি নামে একটি গ্রামের ছেলে নিজেকে জনপ্রিয় করতে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যেতে যেতে নাইট রেইড নামে পরিচিত আপাতদৃষ্টিতে বিপজ্জনক ঘাতক দলের সাথে দেখা হয়। শুরু হয় তাদের যাত্রা।

ব্যাপ্তিকাল: ২৪ মিনিট (গড়ে প্রতি এপিসোড)

প্রচারকাল: ৭ জুলাই, ২০১৪ - ১৫ ডিসেম্বর, ২০১৪

প্রযোজনা:

পরিবেশক: , , ,

রেটিং: TV-MA

আইএমডিবি রেটিং: 7.8

মোট এপিসোড: ২৪টি

অবস্থা: শেষ

রিভিউ এবং রেটিং

2টি রিভিউ
রিভিউ লিখুন (সাবমিট করার পর আর এডিট করতে পারবেন না)
Mahir條

এই anime টা অনেকগুলা normal Shonen anime এর মতই। আপনি যদি Shonen anime fan বা viewer হয়ে থাকেন, তাহলে এই anime আপনার পছন্দ হতে পারে (আমার মতে)। তবে normal Shonen anime show হবার পরেও এর storyline টা আমার কাছে বেশ ভালই লেগেছে, অন্য অনেক Shonen anime এর তুলনায়। Basically, একটা Assassin guild এর কাহিনী মুলত এখানে দেখানো হয়েছে, যাদের উদ্দেশ্য হল তাদের রাজধানী থেকে সব দুরনিতি, অরাজকতা, চুরি-ছিন্তাই এর সব নিয়ন্ত্রকদের eliminate করে শান্তি প্রতিষ্ঠা। শুনতে, অন্যান্য সব normal Shonen anime show গুলোর মত লাগছে আমি জানি, আর আমার অত আহামরি এইটার কাহিনী নিয়ে কিছু বলার ও নেই। তবে Normal Shonen Anime Show এর কাহিনী এর মত হলেও কিছু জায়গায় দুরদান্ত Plot Twist ছিল, যা আপনাকে এই anime এর সাথে আটকে রেখে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবে এবং entertain করবে। Overall storyline টা simple হলেও ভালো গুছানো ছিল যার কারণেই হয়তো  এটা দেখতে থাকবেন। আরও যদি কিছু বলতে চাই, তাহলে এই anime তে বেশ কিছু sad moments বা sad character deaths পেয়ে যাবেন, যেইগুলা বেশ sad ছিল।  আর সবচে খারাপ বিষয় হলো যে ভাই এই anime তে মারতে মারতে সব character দের ই মেরে ফেলসে একদম main character বাদে

আর character development and characrters এর কথা বলা হলে সবকিছু বেশ ভাল আর গুছানোই ছিল। But, সবচে ভাল লেগেছে আমার এই anime এর villain টাকে।
ছেলেদের কাছে অবশ্যই ওর Looks পছন্দ হবেই হবে (যেইটা আমার নিজেরও হইসে) 

Looks বাদেও villain টা ছিল Badass and likable। Even, অনেককে দেখসি যে তাকে waifu ও বানাইতে। 

And, action scene গুলাও বেশ ভাল ছিল। Fights গুলা দেখে মজা পাবেন অবশ্যই, animation and artstyle ও anime টার সবকিছুর সাথে catchy ছিল। Opening song টাও ঠিকঠাক ছিল আমি বলবো  আর হ্যা যথেষ্ট পরিমাণে fan service আছে, তো লুচুদের নিরাশ হবার কিছু নেই।

Anime ending টাও ছিল বেশ sad 
আসলে এই anime টাও একটা normal shonen anime show এর মতই, তাই আমার কাছেও বলার মত আহামরি কিছু আর নেই। বাকিটা জানতে নিজেই এই 24 episodes এর anime টা দেখে ফেলুন। 

Panda Habib
Panda Habib

“আকমে গা কিল”একেবারেই চমৎকার একটি অ্যনিমে ছিল, বিশেষ করে চরিত্রগুলো। উভয় পক্ষে নায়ক রয়েছে এবং প্রত্যেকেরইলড়াইয়ের নিজস্ব কারণ রয়েছে - ন্যায়বিচার, প্রতিশোধ,অর্থ,ক্ষমতার,ভালোবাসা। চরিত্রটি ছিল মহাকাব্যিক। দ্য নাইট রেইড টিম যারারাজ্যের অবৈধ জিনিসের বিরুদ্ধে কাজ করছে যেটা সত্যিই প্রশংসানীয় ছিল। বিশেষ করে কিংবদন্তী 45টি অস্ত্র। যদিও আমরা তাদেরমধ্যে খুব কমই দেখতে পেয়েছি। আমার প্রিয় একটি হল "ইনকার্সিও"। কিন্তু যখন অনিকে হত্যা করা হল সেই অংশটা খুব হৃদয়স্পর্শীছিল। এমসি একজন মহিলা ছিলেন কিন্তু পুরুষ এমসি একই স্ক্রিন টাইম পেয়েছিলেন যা ভালো ছিল। ভিলেনও একজন মহিলাছিলেন। ভালোবাসা এবং ক্ষমতার প্রতি তার আবেগ আলোকিত হয়েছিল পুরোপুরি। সামগ্রিকভাবে এটি একটি ভাল অ্যনিমে ছিল, গল্পটা সাজানো গোছানো ছিল এবং আমি এটি খুব উপভোগ করেছি। শেষ পর্যন্ত পুরুষ এমসি মারা যায় এবং মহিলা এমসির স্বপ্ন পূরণকরতে পারেনি। শেষ ২টা পর্বে আমরা একটি খুব আকর্ষণীয় লড়াই উপভোগ করতে পেরেছি। আমার মতে এটি সত্যিই দেখার মতোএকটি অ্যানিমে হবে।

ট্রেইলার

সংবাদ এবং ব্লগ

সাকামোতো ডেইজ: অ্যানিমে যখন মাঙ্গার চেয়েও বেটার!

অবশেষে এসে গেছে "সাকামোতো ডেইজ" অ্যানিমে। এক যুগের অপেক্ষার পর অবশেষে ইউতো…

এবছরই আসছে ডোরোহেডোরো অ্যানিমের সিক্যুয়েল

ডোরোহেডোরো অ্যানিমের প্রথম সিজনের পাঁচ বছর পর, সিরিজটির প্রত্যাশিত সিক্যুয়েলের ঘোষণা দেওয়া…

জুলাইয়ে আসছে ‘দ্য ওয়াটার ম্যাজিশিয়ান’ এর অ্যানিমে অ্যাডাপ্টেশন

অ্যানিমে অ্যাডাপ্টেশন পেতে যাচ্ছে "দ্য ওয়াটার ম্যাজিশিয়ান" লাইট নভেল সিরিজ। ২০২৫ সালের…

Ad image