লিজেন্ডারি ড্রাগন বল ফ্র্যাঞ্চাইজির স্রষ্টা আকিরা টোরিয়ামার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১লা মার্চ মাত্র ৬৮ বছর বয়সী এই মাঙ্গা আর্টিস্ট মস্তিস্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি কাজ করছিলেন ড্রাগন বল দাইমা অ্যানিমের প্রজেক্টে। অবশেষে ২০২৪ সালের ফল সিজনে ব্রডকাস্ট শুরু হওয়া অ্যানিমেটির সমাপ্তি হলো ২৮ ফেব্রুয়ারি রাতে, সিরিজটির স্রষ্টার মৃত্যুবার্ষিকীর কিছুক্ষণ আগে। গত ২৬ ফেব্রুয়ারি ছিল অরিজিনাল ড্রাগন বল অ্যানিমে সিরিজের ৩৯তম অ্যানিভার্সারি। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ তাই বলা যায় ড্রাগন বল ফ্যানদের জন্য ছিল অত্যন্ত স্মৃতিকাতর একটি সপ্তাহ।

ড্রাগন বল দাইমা নিয়ে ওটাকু বাংলা-তে এর আগেও ইনিশিয়াল ইম্প্রেশন নিয়ে হাজির হয়েছিলাম আমরা যেখানে সিরিজটির প্রেমিস আমাদের কাছে অত্যন্ত প্রশংসিত হয়। সিরিজটি পাশাপাশি স্থান করে নেয় আমাদের ২০২৪ এর সেরা অ্যানিমের তালিকাতেও।
ড্রাগন বল দাইমা শুরুতেই অসাধারণ এক অ্যাডভেঞ্চারের খোঁজে জার্নি শুরুর পর সিরিজটির সমাপ্তিতেও হতাশ করেনি। অ্যানিমেটির স্টোরিটেলিং এবং অ্যাডভেঞ্চার ড্রাগন বল জি এবং ড্রাগন বল সুপারের তুলনায় অনেকটাই লেইড-ব্যাক হওয়া সত্ত্বেও সিরিজটির মাঝামাঝি থেকেই গোকু এবং তার সঙ্গীরা মুখোমুখি হয় ড্রাগন বল দাইমার মেইন অ্যান্টাগোনিস্ট ডেমন কিং গোমাহ-র বাহিনীর সঙ্গে। একইসাথে ডেমন রেলমের ড্রাগন বলের জন্য চ্যালেঞ্জ করতে হয় তামাগামি গার্ডিয়ানদের। সিরিজটির কনক্লুশন অবশ্যই গোকু বনাম কিং গোমাহ-র স্ট্যান্ডঅফ। এবং এখানে ড্রাগন বল সিরিজটি শেষ করেছে অসাধারণ অ্যানিমেশন, ফাইট সিকোয়েন্স এবং বেশকিছু চমকের সাথে।

ড্রাগন বল দাইমার প্রেমিস ছিল স্টোরির লোর এবং ড্রাগন ইউনিভার্সের সম্প্রসারণ। ড্রাগন বলে বিভিন্ন সময়ে হিন্ট করা ডেমন রেলম এবং লোর এক্সপ্যানশনের পাশাপাশি ড্রাগন বল দাইমা ফিরিয়ে এনেছে Super Saiyan 4 ট্রান্সফরমেশন। ড্রাগন বল জিটির ফ্যান-ফেভারিট Super Saiyan 4 এতদিন নন-ক্যানন হিসেবে বিবেচিত হলেও ড্রাগন বল দাইমার দ্বারা এটি ক্যানন ইউনিভার্সের অংশে পরিণত হলো। ড্রাগন বল সুপারের Super Saiyan God এবং Super Saiyan God SS ট্রান্সফরমেশন যদিও পাওয়ার স্কেলিং এর সব সিলিং ভেদ করেছে অনেক আগেই ড্রাগন বল জিটির ইউনিক ট্রান্সফরমেশনের ফ্যান ছিল অনেক ডাইহার্ড ড্রাগন বল ফ্যান। জীবনাবসানের পূর্বে টোরিয়ামা সেন্সেই তার ভক্তদের দিয়ে গেলেন আরেকটি গিফট যার প্রতিফলন পাওয়া যায় রিসেন্ট এপিসোডগুলোর IMDB রেটিং থেকে। এই মুহূর্তে সিরিজটির ১৮ এবং ১৯ তম এপিসোডের রেটিং যথাক্রমে ৯.৪ এবং ৯.৬।

ড্রাগন বল দাইমা আইকনিক ড্রাগন বল সিরিজের অন্য এক অধ্যায়ের সমাপ্তি। ভবিষ্যৎ ড্রাগন বল সিরিজের গতিপথ কোথায় সেটা হয়ত সময়ই বলে দিবে। ড্রাগন বল সুপারে আকিরা টোরিয়ামার সাথে একসাথে কাজ করা টোয়োটারোই হয়ত হাল ধরবেন সিরিজটির। মাস দুয়েক আগে রিলিজ হওয়া ড্রাগন বল সিরিজের নতুন গেমের অসাধারণ রিসেপশন প্রমাণ করে সিরিজটির আকর্ষণ এখনো অনেক। ভবিষ্যৎ গন্তব্য যেখানেই হোক, এপর্যন্ত মাঙ্গা, অ্যানিমে, গেম এবং ফিচার ফিল্মের মাধ্যমে আকিরা টোরিয়ামা আমাদের যে অসাধারণ সব অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা দিয়ে গেছেন সেই ইমোশন ফ্যানরা ক্যারি করে যাবে তাদের জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত। ড্রাগন বল ও টোরিয়ামা সেন্সেই বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।