২০২৪ সালের ২ আগস্ট জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মাই হিরো অ্যাকাডেমিয়া: ইউ’র নেক্সট (My Hero Academia: You’re Next) মুভি। এরপর ২০২৪ সালের ১১ অক্টোবর যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশে মুক্তি পায় মুভিটি। বিশ্বব্যাপী ৩২ মিলিয়ন ডলারেরও বেশি আয় করা মুভিটি এবার আসছে বাংলাদেশে। আগামি ৭ ফেব্রুয়ারি, ২০২৫ এ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে মুভিটি।
মাই হিরো অ্যাকাডেমিয়া, কোহেই হোরিকোশি রচিত একটি মাঙ্গা সিরিজ। এটি ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত উইকলি শোনেন জাম্প ম্যাগাজিনে প্রকাশিত হয়। স্টুডিও বোনস এর তৈরি একটি ৮ সিজনের অ্যানিমে অ্যাডাপ্টেশন, পাশাপাশি চারটি অ্যানিমে মুভিও মুক্তি পায়।
সুত্র: স্টার সিনেপ্লেক্স