স্কেইটবোর্ডিং স্পোর্টস জনরার জনপ্রিয় অরিজিনাল অ্যানিমে “এসকে৮ দ্য ইনফিনিটি” এর ওভিএ এসকে৮ দ্য ইনফিনিটি এক্সট্রা পার্ট (SK8 the Infinity Extra Part) আগামি ২৪ জানুয়ারি, ২০২৫ এ জাপানে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই উপলক্ষে এর মেইন ট্রেইলার প্রকাশিত হয়েছে। এই ওভিও (OVA) এর স্ট্রিমিং শুরু হবে মার্চ মাসে
মূল অ্যানিমের স্রষ্টা ও পরিচালক হিরোকো উতসুমি এই OVA-টি পরিচালনা করছেন। স্টুডিও BONES মূল অ্যানিমের মতোই এই OVA-র অ্যানিমেশন কাজ করছে। সিরিজ কম্পোজিশনের দায়িত্বে আছেন ইচিরো ওকোউচি এবং ক্যারেক্টার ডিজাইনের কাজ করছেন মিচিনোরি চিবা। এছাড়াও, সংগীত রচনা করছেন রিও তাকাহাশি।
প্রধান চরিত্র লাঙ্গা এবং রেকি-র কণ্ঠ দিয়েছেন চিয়াকি কোবায়াশি এবং তাসুকু হাতানাকা।
সুত্র: অফিশিয়াল এক্স (টুইটার)