অবশেষে এসে গেছে “সাকামোতো ডেইজ” অ্যানিমে। এক যুগের অপেক্ষার পর অবশেষে ইউতো সুজুকির জনপ্রিয় মাঙ্গার উপর ভিত্তি করে তৈরি এই অ্যানিমের প্রথম এপিসোড মুক্তি পায় গত ১১ জানুয়ারি, ২০২৫। ২০২৪ সালের মে মাসে অ্যানিমে অ্যাডাপ্টেশনের ঘোষণা দেওয়া হয়েছিল, এবং তখন থেকেই ফ্যানরা নতুন শো কতটা ভালো হতে পারে সেটা নিয়ে স্বপ্ন দেখা শুরু করে। কিন্তু সাকামোতো ডেইজ-এর ঘোষণা থেকে মুক্তি পর্যন্ত যাত্রাটা ছিল বেশ দীর্ঘ এবং চ্যালেঞ্জিং।
পোস্টার আর ট্রেলার সাধারণত দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট তৈরি করার জন্য রিলিজ দেয়া হয়। কিন্তু সাকামোতো ডেইজ-এর বেলায় হয়েছে তার উল্টো। শো-টির প্রতিটি প্রোমোশনাল ম্যাটেরিয়াল ফ্যানদের মধ্যে এক্সাইটমেন্ট তৈরি করার বদলে আরও বেশি অ্যাঙ্কশাস করে তুলছিল। কেউ কেউ ভয়েস কাস্টিং নিয়ে আপত্তি তুলেছিলেন, আবার কেউ টিএমএস এন্টারটেইনমেন্টের অ্যানিমেশনের কোয়ালিটি নিয়ে। আবার যখন ভান্ডি (Vaundy) শো-এর ওপেনিং সং “Run, Sakamoto, Run” রিলিজ করলো, তখনও ফ্যানদের অ্যাঙ্জাইটি আরও বেড়ে গিয়ে দাঁড়ালো (যদিও গানটা আমার কাছে ভালো লেগেছে)। তো সবকিছুর অবসান নির্ভর করছিলো প্রথম এপিসোডের উপর। এবং গেস ওয়াট! প্রথম এপিসোডটি প্রত্যাশার চেয়েও বেশি ভালো করেছে।
অ্যানিমে অ্যাডাপ্টেশন মূল মাঙ্গার চেয়েও ভালো—এমন কিছু বললে যে কোনো ফ্যানডমের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়ে যায়। কিন্তু সাকামোতো ডেইজ-এর ক্ষেত্রে এটা শুধু কথার কথা না, আসলেই সত্যি। জানি বিশ্বাস করবেন না তারপরও দেখলে ঠিকই বুঝতে পারবেন যে প্রথম এপিসোড শুধু ফ্যানদের সব অ্যাঙ্জাইটি দূরই করেনি, বরং সকল প্রত্যাশার উর্ধ্বে চলে গিয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক বেশি এনজয় করেছি প্রথম এপিসোড।
প্রথম এপিসোডে ভয়েস অ্যাক্টিং ছিল অসাধারণ; মানে পুরাই জোশ! পুরো ভয়েস কাস্ট তাদের ক্যারেক্টারদের টোন আর ভাইব খুব সুন্দরভাবে ম্যাচ করে ফুটিয়ে তুলতে পেরেছে। সমালোচনার জায়গা বলতে গেলে রাখেই নি। শিনের ভয়েস অ্যাক্টর নোবুনাগা শিমাজাকি, শিনের চাইল্ডিশ ভাইব আর তার ক্ষমতার সংমিশ্রণ এবং সাকামোটোর সঙ্গে রিইউনিয়নের সময়টাকে দারুণভাবে উপস্থাপন করেছেন। এক কথায় শো-কে একদম প্রাণবন্ত করে তুলেছেন তার কণ্ঠ দিয়ে। এদিকে তারো সাকামোটো-র কণ্ঠ দেয়া তোমোকাজু সুগিতা খুব কম ডায়ালগ দিয়েও গভীর প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন। ইংলিশ ডাবও অনেক সুন্দর ভাবে অ্যাডাপ্ট করা হয়েছে।
অ্যানিমেশনের মানও ছিল দুর্দান্ত। ট্রেইলারগুলোতে যা মনে হয়েছিলো ট্র্যাশ, মেইন অ্যানিমেতে এসে হয়ে গিয়েছে এপিক। টিএমএস এন্টারটেইনমেন্ট ইউতো সুজুকির অনন্য শিল্পশৈলীকে মাঙ্গার পাতাগুলো থেকে একদম সরাসরি তুলে এনে তা মনোমুগ্ধকর প্যাস্টেল রঙে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। গুড ওয়ার্ক, টিএমএস! Vaundy-র ওপেনিং সং নিয়ে আগে কথা হলেও সময়ের সঙ্গে-সঙ্গে আর সাকামোতোর ভাইবের সাথে মিলালে ফ্যানদের আরও ভালো লাগা শুরু করবে।
সাকামোতো ডেইজ-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এর ওভারঅল ভাইব। বিশ্বের সবচেয়ে মারাত্মক হিটম্যানের (যার মাথার দাম ১ বিলিয়ন ইয়েন) গল্প হওয়া সত্ত্বেও সাকামোতো ডেইজ এক অপ্টিমিস্টিক এবং চিল একটা গল্প। গল্পটা মুলত তারোকে ঘিরে যে শুধু তার পরিবারকে নিয়ে একটি শান্ত জীবন কাটাতে চায়। অ্যানিমেটি এই অনুভূতিটিকে পুরোপুরি ফুটিয়ে তুলেছে। অ্যাকশন-ভরা ফাইট সিন থাকা সত্ত্বেও, অ্যানিমেটি পজিটিভ আবেগে পরিপূর্ণ ছিল এবং দর্শকদের সত্যিকার অর্থে বুঝিয়েছে কেন তারো অ্যাসাসিনেশনের জীবন থেকে দূরে সরে এসে পারিবারিক এবং সহোযোগিতার মন-মানসিকতা পরিপূর্ণ জীবন বেছে নিয়েছে।
ফ্যানদের মধ্যে একটি বড় কনসার্ন ছিল যে টিএমএস এন্টারটেইনমেন্ট কীভাবে মাঙ্গার ফাইট সিনগুলো হ্যান্ডেল করবে। ইউটো সুজুকির ইলাস্ট্রেশন এবং ফাইট কোরিওগ্রাফি চমৎকার ও বুদ্ধিদীপ্ত যেখানে তারো বিভিন্ন নন-লিথাল পদ্ধতি ব্যবহার করে অন্যান্য হিটম্যানদের পরাস্ত করে। এখানেই মাঙ্গাকে ছাড়িয়ে গেছে অ্যানিমেটি। এর ফাইট সিনগুলো মাঙ্গার চেয়েও বেশি জোশ।
অ্যানিমেটিতে একটি পারফেক্ট কোল্ড ওপেন যোগ করা হয়েছে, যা মাঙ্গার প্রথম চ্যাপ্টারে নেই। সিরিজের শুরুতে একটি সিনেম্যাটিক ২.৩৯:১ অ্যাসপেক্ট রেশিওতে একটি হালকা রঙের প্যালেট দিয়ে দেখানো হয়েছে, যেখানে ইয়াং তারো সাকামোটো তার টার্গেটকে পরাস্ত করতে হেনচম্যানদের ধ্বংস করে একটি পিস্তল এবং একটি কাটানা নিয়ে। এই দৃশ্যটি John Wick এবং Kill Bill-এর একটি মিশ্রণ বলে মনে হয় আমার কাছে।
আমি যদিও প্রথম দুই এপিসোড দেখে ফেলেছি। তবে এখানে আমি শুধু প্রথম এপিসোডের কথা বলেই আপনাকে কনভিন্স করার চেষ্টা করেছি। আসলেই কিন্তু, সাকামোতো ডেইজ একটা দেখার মতো অ্যানিমে। এখন পর্যন্ত ২টা এপিসোড প্রকাশিত হয়েছে। আর প্রতি সপ্তাহের শনিবার নেটফ্লিক্সে নতুন পর্ব প্রকাশিত হবে। ১১-১২ টা এপিসোড থাকতে পারে এই সিজনে। আমার তো মনে হয় উইন্টার ২০২৫ সিজনে সাকামোতো ডেইজ ওয়ান অব দ্য বেস্ট অ্যানিমে হতে যাচ্ছে!