২০২০ সালে প্লেস্টেশন এক্সক্লুসিভ হিসেবে রিলিজ হওয়া তুমুল জনপ্রিয় ভিডিও গেম ঘোস্ট অফ সুশিমা অ্যানিমের প্রোডাকশনে কাজ করছে সনি এন্টারটেইনমেন্ট। ২০২৭ সালে সনির মানিকানাধীন স্ট্রিমিং জায়ান্ট ক্রাঞ্চিরোল এক্সক্লুসিভ হিসেবে রিলিজ হবে মধ্যযুগের ঐতিহাসিক জাপানের আদলে নির্মিত ভিডিও গেমটির অ্যানিমে অ্যাডাপ্টেশন, টাইটেল ঘোস্ট অব সুশিমা: লিজেন্ডস (Ghost of Tsushima: Legends)।
ঘোস্ট অব সুশিমা ২০২০ এর ১৭ জুলাই প্লেস্টেশন ৪ এক্সক্লুসিভ হিসেবে রিলিজ হয়। রিলিজের প্রায় ৪ বছর পর ২০২৪ এর মাঝামাঝি গেমটির উইন্ডোজ পোর্ট রিলিজ করে সনি। ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম হিসেবে দ্রুতই জনপ্রিয়তা পায় গেমটি, এমনকি গেম অফ দ্য ইয়ারের অন্যতম কন্টেন্ডার ছিলো গেমটি। অসাধারণ গ্রাফিক্স ও ভিজ্যুয়ালের পাশাপাশি দারুণ অপটিমাইজেশন, কম্ব্যাট এবং ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টারের রোলে অসাধারণ স্টোরিটেলিং গেমটিকে মর্ডান ক্লাসিকে পরিণত করে।
গেমটির স্টোরি ত্রয়োদশ শতাব্দীর জাপানের পটভূমিকে কেন্দ্র করে। মোঙ্গল সম্রাজ্যের হাতে চীনের পতনের পর বিশাল এই সম্রাজ্য প্রাচ্যের বাকী রাজ্যগুলো জয়ে অগ্রসর হয়। মোঙ্গল খাগান কুবলাই খানের প্রতিষ্ঠা করা ইউয়ান রাজবংশ চীনে ক্ষমতা পাকাপোক্ত করার পর জাপানের দিকে নজর দেয়। ১২৭৪ খ্রিস্টাব্দে মোঙ্গলদের অধীনে থাকা কোরিয়া থেকে জাপান আক্রমণ করে মোঙ্গল সম্রাজ্য এবং সুশিমা দ্বীপে অবতরণের মাধ্যমে শুরু হয় মোঙ্গলদের জাপান আক্রমণ। গেমের প্রধান চরিত্র জিন সাকাই, একজন সামুরাই এবং সাকাই ক্ল্যানের একমাত্র জীবিত ব্যক্তি। দুর্ধর্ষ এই সামুরাই চরিত্র হিসেবে গেমটির প্লেয়াররা মোঙ্গল আক্রমণ হতে সুশিমা দ্বীপকে রক্ষার লড়াই করবে। গেমটির কাহিনী লেজেন্ডারি জাপানিজ চলচিত্রকার আকিরা কুরোসাওয়ার “সেভেন সামুরাই” দ্বারা ইন্সপায়ারড। গেমটির স্টোরি, সেটিং এর পাশাপাশি এর ন্যারেটিভ প্রোগ্রেশনও অসাধারণ যেখানে জিন সাকাইকে সামুরাই কোডকে সম্মান রক্ষা নয়তো গেরিলা হামলার দ্বারা শত্রুদের পরাজিত করার মতো কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়।
ফ্যান-ফেভারিট এই গেমটির অ্যানিমের প্রোডাকশন হচ্ছে ক্রাঞ্চিরোল, অ্যানিপ্লেক্স, সনি মিউজিক এবং প্লেস্টেশনের কোলাবোরেশনে। ক্রাঞ্চিরোল সিরিজিটির ঘোষণা দেয় আজকের CES 2025 এর সনি গ্রুপের প্রেস কনফারেন্সে। সিরিজটির ডিরেক্টর হিসেবে থাকছেন মিজুনো তাকানোবু, সিরিজ কম্পোজিশনে থাকছেন ইন্ডাস্ট্রি ভেটেরান গেন উরোবুচি, সাউন্ডট্র্যাক পার্টনার হিসেবে থাকছে সনি মিউজিক। এছাড়া অ্যাডিশনাল কোনো তথ্য প্রকাশ করেনি সনি। অ্যানিমে সিরিজ ছাড়াও গেমটির সিক্যুয়েল “ঘোস্ট অফ ইয়োতেই” রিলিজ হতে পারে এবছর।
সুত্র: ক্রাঞ্চিরোল