স্টুডিও মাপ্পা-র নির্মিত “দ্য রোজ অফ ভার্সাইলস (The Rose of Versailles)” অ্যানিমে মুভির মেইন ট্রেইলার প্রকাশিত হয়েছে। মুভিটি পরিচালনা করছেন আই ইয়োশিমুরা, স্ক্রিপ্ট লিখেছেন তোমোকো কনপারু, ক্যারেক্টার ডিজাইনের দায়িত্বে আছেন মারিকো ওকা, এবং সুর করেছেন হিরোইউকি সাওয়ানো ও কোটা ইয়ামামোটো। মুভিটি জাপানে মুক্তি পাবে ২০২৫ সালের ৩১ জানুয়ারি।
“দ্য রোজ অব ভার্সাই্লস” প্রখ্যাত মাঙ্গাকা রিয়োকো ইকেদার হিসটোরিক্যাল ও রোমান্স জনরার মাঙ্গা সিরিজ অবলম্বনে নির্মিত। এটি শুয়েইশার অধীনে ১৯৭২ সালের মে থেকে ১৯৭৩ সালের ডিসেম্বর পর্যন্ত সিরিয়াল আকারে প্রকাশিত হয়। মূল অ্যানিমে সিরিজটি ১৯৭৯ সালে টিএমএস এন্টারটেইনমেন্ট দ্বারা নির্মিত হয়, যা পরিচালনা করেছিলেন তাদাও নাগাহামা ও ওসামু দেজাকি। এটি নিপ্পন টিভিতে ৪০ এপিসোডে সম্প্রচারিত হয়েছিলো।
সুত্র: অফিশিয়াল ইউটিউব