ক্যাপকম এর ভিডিও গেইম ফ্র্যাঞ্চাইজ এর অন্যতম জনপ্রিয় গেইম সিরিজ ‘ডেভিল মে ক্রাই’। গত ১৯ সেপ্টেম্বর, ২০২৪, বৃহস্পতিবার, নেটফ্লিক্স কর্তৃক ঘোষণাকৃত ‘ডেভিল মে ক্রাই’ অ্যানিমে সিরিজ এর নতুন ট্রেইলার প্রকাশ করা হয়। ২০২৫ সালের এপ্রিলে এর প্রিমিয়ার হবে বলে নিশ্চিত করা হয়েছে টিজারটিতে।
২০১৮ সালে ঘোষণা করা সিরিজটির প্রথম সিজনের স্ক্রিপ্ট রাইটিং সম্পূর্ণ হয় ২০২১ সালে। পূর্বে আইজিএন ২০২২ সালে এর মুক্তির কথা প্রকাশ করলেও তার কোনো রিলিজ ডেইট তখন প্রকাশ করা হয়নি। সিজনটির স্ক্রিপ্ট রাইটিং এর কাজে নিয়োজিত ছিলেন শংকর এবং অ্যালেক্স লারসেন। এর অ্যানিমেশন স্টুডিও হিসেবে একাধিক সিজনজুড়ে কাজ করবে Studio Mir.
সিরিজটির প্রথম সিজন এর অন্তর্ভুক্ত থাকবে ৮ টি এপিসোড যেখানে ফিচার করা হবে এর প্রধান চরিত্র হিসেবে ডানটে এবং সাথে ভারজিল এবং লেডি- কে। সিরিজজুড়ে ডানটে এর ভয়েস অ্যাক্টিং করবে জনি ইয়ং বোসচ বলে নিশ্চিত করেছে নেটফ্লিক্স।
ডেভিল মে ক্রাই একটি জনপ্রিয় অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম ফ্র্যাঞ্চাইজি যার ক্রিয়েটর হলে হিডেকি কামিয়া।
সুত্র: নেটফ্লিক্স