কণ্ঠ অভিনেত্রী ইমি শিনোহারা (Emi Shinohara) গত ৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ৬১ বছর বয়সে মারা গেছেন। তার এজেন্সি, 81 Produce তাদের অফিসিয়াল ওয়েবসাইট জানায় যে, চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তিনি শান্তিপূর্ণভাবে মারা গেছেন।
জাপানি এই কণ্ঠ অভিনেত্রীর জন্ম ৮ আগস্ট, ১৯৬৩ সালে। তিনি অনেক আইকনিক অ্যানিমে ক্যারেক্টারের পিছনে কণ্ঠস্বর দিয়েছেন, যার মধ্যে সেইলর মুন-এর মাকোটো কিনো (সেইলর জুপিটার), নারুতো শিপুডেন-এর কুশিনা উজুমাকি, কার্ডক্যাপ্টর সাকুরা-তে কাহো মিজুকি, ক্লেমোরে ওফেলিয়া সহ আরও অনেক।
এমি শিনোহারার মৃত্যুতে ওটাকু বাংলা পরিবারের গভীর শোক প্রকাশ
সুত্র: 81 Produce